সকাল ৬:৩৭, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







কেন্দুয়া উপজেলায় সভাপতি কাদির সাধারন সম্পাদক আসাদুল

কেন্দুয়া প্রতিনিধি: ‘কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া।’

‘গতকাল শনিবার (৩০) নভেম্বর প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের পাঁচশত পাঁচজন কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।’

‘দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রথমকি আনুষ্ঠানাকিতা সম্পন্ন হলে সন্ধা ৭টায় প্রতীক বরাদ্দের মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। নির্বাচিত সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া আনারস প্রতীক এবং সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।’

‘টানা ১৭ বছর পর গতকাল এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতি ভেঙ্গে কাউন্সিল হওয়ার কারণে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয়। এক উৎসব মুখর পরিবেশের মধ্যে স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কাউন্সিল সম্পন্ন হয়।’

‘নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া এর আগে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়ীত্ব পালন করে আসছিলেন এবং সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া জেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।’