দুপুর ২:৩৭, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







মেসির ম্যাজিকে শীর্ষে ফিরল বার্সা

পানকৌড়ি নিউজ: এ বছরের ব্যালন ডি’অর ঘোষণা করা হবে আজ রাতে। এ নিয়ে ভোটাভুটি শেষ হয়ে গেছে বেশ আগেই। এর মাঝেই অবশ্য গুঞ্জন উঠেছে বিজয়ীর নাম ফাঁস হয়ে যাওয়ার। ষষ্ঠবারের মতো নাকি ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি।’

‘ভোটাভুটির সুযোগ থাকলে গত কাল রাতেই সে ক্ষেত্রে ব্যবধান আরও বাড়িয়ে নিতে পারতেন মেসি। বার্সেলোনা ফরোয়ার্ড আরও একবার দেখালেন ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতায় তাঁর ধারে কাছে কেউ নেই। মেসির একমাত্র গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওয়ান্ডা মেট্রোপলিতানো থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।’