সকাল ৬:৫৩, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







শাকিব খানকে কটাক্ষ করলেন অপু বিশ্বাস

পানকৌড়ি নিউজ: গত কয়েকমাস আগে এক অনুষ্ঠানে ২০ বছর ধরে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান নিজেকে ‘ডক্টরেট’ ডিগ্রীধারী দাবি করে বলেছিলেন, ‘আমি যেহেতু জানি, এই বিষয়ে আমি (চলচ্চিত্র) ডক্টরেট করা- ফলে সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারি।’ সূত্র: দেশ বিদেশ

ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিদ্রূপের মুখে পড়েছিলেন এ নায়ক। সেই ইস্যুতে এবার শাকিব খানকে কটাক্ষ করলেন তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি অপু এসেছিলেন দেশের বেসরকারি রেডিও চ্যানেলের একটি অনুষ্ঠানে। ‘টিকটক’ নামের এই অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হয়েছিলো- কোথায় সিনেমার উপর ডক্টরেট করা যায়?

এছাড়া অপুর কাছে আরো প্রশ্ন ছিলো- লুকিয়ে বিয়ে করাটা কী রং ডিসিশন ছিলো? এবার অপু উত্তর দিলেন, ‘তখন আমার ১৭ বছর বয়স ছিলো। ছোট ছিলাম তো।

নিজের ফিটনেস নিয়ে অপু জানান, ‘ট্রাই করছি।’ এখন আমার ওজন ৭২ কেজি।’ জীবনে কখনো ঠকেছেন কী না জানতে চাওয়া হলে তিনি জানালেন, জীবনে একবারই ঠকেছেন অপু