সকাল ৬:০৪, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ

পানকৌড়ি নিউজ: ‘চলমান ১৩তম চলতি দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) কারাতে ডিসিপ্লিনে সাফল্যের হাসি হাসছে বাংলাদেশ। মঙ্গলবার দিনের শুরুতেই সাফল্যের দেখা পাচ্ছিল বাংলাদেশ। এবার একই দিনে এই ডিসিপ্লিন থেকে আসলো দুটি সোনা।’

‘ছেলেদের বিভাগে আল আমিন দেশকে দ্বিতীয় সোনা জিতিয়ে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন প্রথমে। অন্যদিকে মেয়েদের বিভাগে মারজানা আক্তার পিয়া তৃতীয় সোনা জিতে উপলক্ষটার বিশেষত্ব আরও বাড়িয়ে দিলেন।’

‘৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজানা সোনা জেতার লড়াইয়ে হারিয়েছেন পাকিস্তানের কাউসার সানাকে। পয়েন্টের ব্যবধান ছিল ৪-৩। এর আগে তিনি সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীর বিপক্ষে জেতেন ২-১ পয়েন্টের ব্যবধানে।’