দুপুর ২:৪৬, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







মন্ত্রিত্ব থেকে পদত্যাগ ১ সেকেন্ডের বিষয়: টিপু মুনশি

পানকৌড়ি নিউজ: ‘পেঁয়াজের দাম নিয়ে আলোচনায় বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের অর্থ সম্পাদক টিপু মুনশি জানিয়েছেন, দাম বাড়ার কারণে তার পদত্যাগ মাত্র এক সেকেন্ডের বিষয়। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে বলেও পাল্টা প্রশ্ন রেখেছেন তিনি।’

‘মঙ্গলবার রাজধানীর পল্টনের একটি হোটেলের হলরুমে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যেও ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি এ সভার আয়োজন করে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাকে বহুবার বলা হয়েছে জেলে দেন, ক্রসফায়ারে দেন। কোথাও বলেছে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ চাই। আমার এক সেকেন্ডও লাগবে না পদত্যাগ করতে। কোনো সমস্যা নাই আমার। তাতে যদি দেশের সবকিছু বিশেষ করে পেঁয়াজের দাম ঠিক যেতো। এই মন্ত্রীত্ব কাজ করার জন্য, জব করার জন্য।’

‘সংকট সমাধানে প্রয়োজনে আগামী ৪০ দিনের মধ্যে ১ লক্ষ টন পেঁয়াজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি আমদানি করবে। ভবিষ্যতে পেঁয়াজ সংকট সমাধানে আগামী তিন বছরের মধ্যে উৎপাদনে আত্মনির্ভরশীল হতে সরকার কাজ করছে।’

তিনি বলেন, ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধি আমাদের ওভারকাম করতে হলে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা ভারতের ওপর নির্ভরশীল হয়ে থাকবো আর ভারত যখন খুশি তখন পেঁয়াজ দেয়া বন্ধ করে দেবে, তাহলে আমরা কীভাবে পেঁয়াজের বাজার ঠিক রাখবো? উপায় একটাই আমাদের এই পণ্য উৎপাদনে আত্মনির্ভরশীল হতে হবে। সেদিন আমি এবং প্রধানমন্ত্রী বসেছিলাম।’

‘পেঁয়াজ নিয়ে কথা হচ্ছিল। তিনি বলেছেন, আগামী তিন বছরের মধ্যে আমাদের যেভাবে হোক আত্মনির্ভরশীল হতেই হবে।’