দুপুর ১:১৪, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বৃহস্পতিবার প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্ত্বরে নির্মিত ১৫ তলাবিশিষ্ট জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করবেন।’

‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করবেন বলে মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসিক সুবিধা প্রদানসহ ভবনটিতে একসাথে ৩০০ ছেলে ও ৩০০ মেয়ে প্রতিবন্ধীর থাকার ব্যবস্থা রয়েছে।’

‘মঙ্গলবার সচিবালয়ে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (আইডিপিডব্লিউডি) ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্য সামনে নিয়ে দিবসটি পালন করবে আইডিপিডব্লিউডি।মন্ত্রী বলেন, ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটিতে প্রতিবন্ধীরা আট ধরনের সেবা পাবেন।’