দুপুর ২:০৩, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







এমপি অসীম উকিলের কেন্দুয়ায় ব্যস্ততম সারাদিন

কেন্দুয়া প্রতিনিধি: সোমবার সকাল থেকে সারা দিন ব্যস্ততম সময়ের মধ্যে কাটিয়েছেন এম.পি অসীম কুমার উকিল। বাংলাদেশ ছাত্রলীগের সফল সাধারন সম্পাদক থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন এখন, পাশাপাশি নেত্রকোনা-৩ আসনের এম.পি হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। নির্বাচনের আগে নির্বাচনী এলাকার জনগণকে যেসব কথা দিয়েছিলেন তা তিনি ক্রমশই পূরণ করে যাচ্ছেন।

 

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি তার কর্মকান্ডের মধ্য দিয়েই নীতি আদর্শের রাজা হতে চান। ইতিমধ্যে তার কর্মকান্ড নীতি আদর্শের প্রতীক হিসেবে অনেক উদাহরণ সৃষ্টি করেছেন। একথা দলীয় নেতাকর্মীর সবার মুখে মুখেই ফিরছে। ‘একটি মুহুর্তের জন্যও তিনি অযথা বসে থাকতে রাজী নন। বড় কোন গাড়িতে না চড়ে আলপথ দিয়েই মোটরসাইকেলে চলে যান হাসপাতালে, প্রাথমিক বিদ্যালয়ে, কোন নেতাকর্মীর বাড়িতে অথবা কারো কোন বিয়ের অনুষ্ঠানে।’

সোমবার সকালে নাস্তার কাজ সেরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযানে আলোচনা ও র‌্যালীতে অংশ গ্রহণ করেন। ইউএনও আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ইদুঁর নিধন অভিযান অফিস কিংবা আলোচনা পর্যন্ত সীমাবদ্ধ না রেখে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাগিয়ে তুলতে হবে গ্রামের সাধারন মানুষ কৃষকদের কীভাবে ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা করা যায়।