দুপুর ১:০২, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







অতিরিক্ত অনলাইন শপিং মানসিক রোগ

পানকৌড়ি নিউজ: ‘পছন্দের জিনিস ঘরে বসে পেতে কার না ভাল লাগে। আর এ কারণেই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন শপিং।’

‘এমন সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। আর এ সমস্যাটি ছেলেদের তুলনায় মেয়েদের ক্ষেত্রে বেশি। সাম্প্রতিক এক গবেষণা বলছে, যারা এভাবে অনেক কেনাকাটা করেন তারা আসলে মানসিক বিকারগ্রস্ত। ডিপ্রেশনের শিকার। আর তাই নিজেদের অজান্তেই তারা এত কেনাকাটা করেন। একে বলা হচ্ছে বাইং-শপিং ডিসঅর্ডার (BSD)।’

‘আন্তর্জাতিক রোগ বিন্যাস কেন্দ্র, ১২২ জনের উপর জরিপ চালিয়েছেন। যারা সর্বদাই কেনাকাটায় মত্ত। প্রতি সপ্তাহে নতুন কিছু চাই। আসলে আর কিছু না, এটা একরকম মানসিক ব্যাধি। কোথাও গিয়ে তারা বড় একা।’