সকাল ৭:৪৩, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নতুন ঠিকাদারদের কাজের সুযোগ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পানকৌড়ি নিউজ: নতুন ঠিকাদারদের কাজের সুযোগ সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের কাজ করার সুযোগ করে দিতে হবে। সবাই যেন উন্নয়ন কাজে অংশ নিতে পারে তা নিশ্চিত করতে হবে। তবে কাজের মান ঠিক রাখতে হবে।

‘মঙ্গলবার (০৫ নভেম্বর) শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভাশেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।’

তিনি বলেন, ‘আগ্রহ নিয়ে প্রায়ই প্রকল্প পাস করা হয়, দালান-কোঠা নির্মাণ করা হয়। তারপরে আর বাকি কাজ হয় না। হয় জনবল নাই, নয় যন্ত্রবল নাই। যে আগ্রহ নিয়ে আপনারা প্রকল্পের কাজ শেষ করেন, একই আগ্রহ নিয়ে আপনারা (সংশ্লিষ্টরা) দয়া করে বাকি কাজগুলো করবেন। যাতে জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পায়।’

‘সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম’