রাত ১১:০৭, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







জাতিসংঘ প্রধানের শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা

পানকৌড়ি নিউজ: ‘আন্তর্জাতিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনাদের পেশাদারিত্বের সুনাম ও অবদানের কথাও উল্লেখ করেন।’

‘শুক্রবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা তার পরিচয়পত্র জাতিসংঘ মহাসচিবের কাছে পেশ করার সময় গুতেরেস শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। খবর এনআরবি নিউজের’

‘পরিচয়পত্র পেশের সময় রাবাব ফাতেমা জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় মহাসচিব বাংলাদেশকে জাতিসংঘের বন্ধু হিসেবে উল্লেখ করেন।’

‘শনিবার বাংলাদেশ দূতাবাস জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর রাবাব ফাতেমা হলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৫তম স্থায়ী প্রতিনিধি। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।’