দুপুর ১২:৫৫, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ

পানকৌড়ি নিউজ: ‘বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ আজ দুই বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। দু’জনই আজ চার্টার্ড বিমানে বাংলাদেশে আসছেন। শনিবারই চলে এসেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের।’

‘গত কয়েকদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ চলেছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষার জন্য কাল সন্ধ্যায় মঞ্চে লাইট শো’ও হয়ে গেছে। প্রস্তুতি পর্ব শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা, এরপরই পর্দা উঠবে বঙ্গবন্ধুর নামে এবারের বিশেষ বিপিএলের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিপিএলের মাঠের খেলা শুরু হবে বুধবার।’

‘আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়াঙ্গনে বিশাল আয়োজন করা হয়েছে। প্রতিটি ফেডারেশনই স্থানীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে। এজন্য সবাই সরকারি বাজেটের জন্য চাহিদাপত্রও জমা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল দিয়েই সবার আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন শুরু করছে। বিসিবি এজন্য সরকার থেকে কোনো আর্থিক সাহায্য নিচ্ছে না।’