সকাল ৬:৩৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বিয়ের পর পরই প্রেগন্যান্ট মিথিলা

পানকৌাড়ি নিউজ: ‘বেশ কিছুদিনের গুঞ্জনকে সত্যি করে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। তাদের এ বিয়ে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।’

‘এই দম্পতির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে সৃজিতের ঘনিষ্ঠ একজন জানিয়েছিলেন বিয়ের এই তারিখ। তাই মিথিলা-সৃজিতের তড়িঘড়ি এ’ই বিয়েকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না অনেকেই। বিয়েতে তোলা তাদের একটি ছবি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।’

‘ফেব্রুয়ারির আগে বিয়ে সবকিছু দেখে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনও তুলেছে সমালোচকদের একাংশ। তাদের মতে, মিথিলা আসলেই প্রেগন্যান্ট, তা না হলে এত দ্রুত বিয়ে করার কোন কারণ ছিল না।’

‘সৃজিত ও মিথিলা দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। দ্বিতীয় বিয়ে হলেও মিথিলার জীবনে এসেছে একাধিক পুরুষ। প্রথমে ভালোবেসে বিয়ে করেন সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসানকে। তাদের দীর্ঘ দিনের সংসার ভেঙে যায় ২০১৭ সালে। এর ফাঁকে গায়ক-অভিনেতা জন কবিরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। যদিও সেটার সত্যতা প্রকাশ্যে আসেনি।’