দুপুর ১:৫৭, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







ফাইনালের আগেই হেরে গেল বাংলাদেশ

পানকৌড়ি নিউজ: ‘সাউথ এশিয়ান (এসএ) গেমসের ফাইনালের আগেই হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ভুটান, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি রোববার শ্রীলংকার বিপক্ষে পাত্তাই পায়নি।’

‘৯ উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশ হেরে গেলেও কোনো সমস্যা নেই। কারণ এই ম্যাচের আগেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও শ্রীলংকা। সোমবারের ফাইনালে এই দুই দলের মধ্যে যারাই জিতবে তারা স্বর্ণ পদক পাবে।’

‘রোববার নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ। দলীয় ২১ রানে সাইফ হাসান, মোহাম্মদ নাইম ও আফিফ হোসেনের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলাদেশ।’

‘চতুর্থ উইকেটে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে ৮০ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান মাহিদুল ইসলাম আকন। ৩৮ বল খেলে ৪টি চার ও দুই ছক্কায় ৪৪ রান করে ফেরেন মাহিদুল। দুর্দান্ত ব্যাটিং করে ফিফটি তুলে নেয়ার পর সাজঘরে ফেরেন ইয়াসির আলী। তিনি ৪৫ বল খেলে ৫টি চার ও এক ছক্কায় ৫১ রান করেন। শেষ দিকে ১৭ বলে অপরাজিত ২০ রান করেন জাকির হাসান।’