রাত ১২:০৯, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







প্রধানমন্ত্রীর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

পানকৌড়ি নিউজ: ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।’

‘রবিবার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে ধরা পড়েন তারা। এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যোজ্বল দেখা যায় প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনাকে কাছে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় সালমান-ক্যাটকে।’

ছবিতে দেখা যায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান দিকে থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান খান। আর সালমানের পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর অন্যপাশে (বামে) ছিলেন ক্যাটরিনা।’

‘জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।’