রাত ৪:৪১, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







উকিলবাড়ীর দূর্গোৎসব অসাম্প্রদায়ীকতার বর্তা পেীছে দিয়েছে

লিয়ন মীর :‘নেত্রকোনা-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও তাঁর সহধর্মিনী যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল তাদের কেন্দুয়ার উকিল বাড়ির আঙ্গিনায় পূজা মন্ডপে পালন করছেন শারদীয় দুর্গাপূজা ।’

‘উকিল বাড়ীর এই পূজা নিদিষ্ট ধর্মের গন্ডি পেরিয়ে সর্বস্তরের মানুষের কাছে উৎসবে পরিণত হয়েছে। ধর্মের গন্ডি পেরিয়ে দলে দলে সব ধর্মের মানুষ এসে উপভোগ করছেন এই উৎসব। যেন সকল মানুষের মিলনমেলা। সম্প্রীতির বন্ধনে বাঁধা এক অসাম্প্রদায়ীক স্বপ্নের বাংলাদেশ।’

‘উকিলবাড়ীর মণ্ডপে দেবী দুর্গার বন্দনার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তমী তিথি, অষ্টমী, নবমী, দর্পণ বিষর্জনে মধ্যদিয়ে বিজয়া দশমীতে আজ বিকেলে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ মহোৎসব।’

অধ্যাপক অপু উকিল বলেন “পুজায় আমরা সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি। সব ধর্মের সকল মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক এটাই চাই,” উকিলবাড়ীর এই উৎসবের সমাপ্তি হবে দশমীতে দেবীর বিসর্জনের মাধ্যমে।’