রাত ৪:৩৭, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







মেয়েকে ধর্ষণের ঘটনা ফাঁস করতে নিষেধ করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: ‘দেশটির সাবেক প্রধানমন্ত্রী বব হকের মেয়ে রসলিন ডিলন ১৯৮০ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন। রসলিন ডলিনের ধর্ষণের এই অভিযোগ দেশটির আদালতের নথিতে দেখতে পেয়েছে অস্ট্রেলীয় দৈনিক ‘দ্য নিউ ডেইলি’।’

এই নথিতে ডলিন বলেন, ‘বাবা বব হকের রাজনৈতিক দল লেবার পার্টির এমপি বিল ল্যান্ডারইউয়ের হাতে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। তবে অভিযুক্ত এই এমপি এখন আর বেঁচে নেই। তিনি আরো বলেন, ১৯৮৩ সালে তিনি তিনবার যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। তৃতীয়বার ধর্ষিত হওয়ার পর তার বাবাকে জানিয়েছিলেন এবং পুলিশের কাছে অভিযোগ দিতে চেয়েছিলেন।’

ডলিনের বোন সুয়ে পিটারস হক দ্য নিউ ডেইলিকে জানান, ‘ওই অভিযোগের ব্যাপারে পরিবারের সদস্যরা জানতেন। ‘তবে তার পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ার এই দৈনিককে এ বিষয়ে কোনো মতামত জানাতে রাজি হননি। ওই সময় মানুষকে জানাতে চেয়েছিল ডলিন।’ আমার বিশ্বাস ছিল, সে সমর্থনমূলক সাড়া পাবে। কিন্তু আইনি প্রক্রিয়ায় যাওয়া সম্ভব হয়নি।’