দুপুর ১:৩৫, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে ডুবে গেছে: কাদের

ডেস্ক রিপোর্ট: ’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির রাজনীতি এখন ভুলের চোরাবালিতে ডুবে গেছে।আন্দোলনে ব্যর্থ হয়ে দিশেহারা বিএনপি সংবাদ সম্মেলন আর নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’

’মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজ ময়দানে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।’

বিশ্বকবি রবি ঠাকুরের ‘দুই বিঘা’ কবিতার লাইন ‘আমি শুধু হাসি আঁখি জলে ভাসি’ উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথায় কথায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। অথচ বিএনপির আমলে হাওয়া ভবন ছিল খাওয়া ভবন। তারা পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের মুখে দুর্নীতির কথা শোভা পায় না। এ দেশের মানুষ দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, জঙ্গি-সন্ত্রাসীদের আর ক্ষমতায় আনবে না।’

দলের দুঃসময়ের নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতাকর্মীরা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে।

’বিতর্কিত নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, ‘ঘরের মধ্যে ঘর তৈরি করবেন না। মশারির মধ্যে মশারি খাটাবেন না। ’শুরু হয়ে গেছে শেখ হাসিনার অ্যাকশন। মনে করছেন এখানে (খুলনায়) অ্যাকশন হবে না। তা ভাববেন না। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সুবিধাবাদীরা সাবধান। যারা দাগী, সন্ত্রাসী তারাই বিতর্কিত। বিতর্কিতদের দলে টানবেন না।’ আওয়ামী লীগে দূষিত রক্তের দরকার নেই। তবে ভালো লোকদের জন্য আওয়ামী লীগের দরজা সব সময় খোলা।’

’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না এলে পদ্মা সেতু হতো না। সীমান্ত বিজয় হতো না। ছিটমহল সমস্যার সমাধান হতো না। শেখ হাসিনার জন্যই আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে।’ দেশের ৯৪ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ’বাকি চার শতাংশ মানুষের ঘরেও শিগগির বিদ্যুৎ পৌঁছাবে। আজ যেদিকে তাকাই সেদিকেই উন্নয়ন, সেদিকেই ডিজিটাল বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট শেখ হাসনার অবদান।’