দুপুর ১:৩৩, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন চীনের রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: ‘মুজিব বর্ষকে সামনে রেখে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। মঙ্গলবার জাদুঘর পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মি: ইয়েন হুয়া লোং,ডিফেন্স এটাচে এবং চীন দূতাবাসের অপরাপর উচ্চ পদস্থ কূটনৈতিক কর্মকর্তাদের ২০ সদস্যের একটি দল।’

‘জাদুঘর পরিদর্শনকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানান, বঙ্গবন্ধু একজন মহান নেতা, বিচক্ষণ মানুষ ও সৎ দেশপ্রেমীক ছিলেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা নিঃসন্দেহে একটি ক্ষমাহীন ঘৃণ্যতর কাজ।’

‘জাদুঘরের প্রতিটি ঘর পরিদর্শন করার পাশাপাশি বঙ্গবন্ধুর ছবি,জীবন বৃত্তান্ত ও সেখানে থাকা অন্য চিত্রকর্মগুলো দেখে আবেগে আপ্লুত হন উপস্থিত সকলে। তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি পরিদর্শনেও আগ্রহ প্রকাশ করেন।’

‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে জাদুঘরের কিউরেটর এনআই খানের সঙ্গে বেশ কিছু সময় বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সমস্ত আলামত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংরক্ষণের ব্যবস্থা করে দিতে চীন সরকারের আগ্রহের কথা বলা হয়। এ বিষয়ে সহায়তা প্রদানে জাদুঘর কর্তৃপক্ষের অনুমোদন প্রার্থনা করা হয়।’