রাত ১২:৩৫, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট সুপ্রিম কোর্টে পৌঁছেছে

পানকৌড়ি নিউজ: ‘আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট (স্বাস্থ্য প্রতিবেদন) সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ড. কনক কান্তি বড়ুয়া। আগামীকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা রয়েছে।’

বুধবার (১১ ডিসেম্বর) ‘বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেয়। রিপোর্টে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও সুপারিশ করেছে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন।’

‘এর আগে ৫ ডিসেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট দাখিলের জন্য বুধবার (১১ ডিসেম্বর) এবং শুনানির জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন। এরই ধারাবাহিকতায় রিপোর্টটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পৌঁছানো হয়।’