সকাল ১০:১৯, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







জাপানে যাচ্ছেন রাষ্ট্রপতি, আজারবাইজানে প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রাষ্ট্রীয় সফরে ২১ অক্টোবর জাপানের উদ্দেশে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ অক্টোবর আজারবাইজানের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। যথাক্রমে ২৬ ও ২৭ অক্টোবর তাদের দেশে ফিরে আসার কথা রয়েছে।

জানা যায়, জাপানের সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহনের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ২১ অক্টোবর রওনা দিয়ে ২৬ অক্টোবর ফেরত আসবেন রাষ্ট্রপতি।

এদিকে আজারবাইজানে নন-অ্যালায়েনমেন্ট মুভমেন্ট (ন্যাম)-এর ১৮তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশটির রাজধানী বাকুতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ অক্টোবর রওনা দিয়ে ২৭ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘ন্যামের বিভিন্ন ইস্যুতে এবং জাতিসংঘে ন্যামের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ।’