রাত ১:০৪, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







রাজনীতিবিদের মৃত্যু নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব দেশের মানুষের জন্য কাজ করা। কতটুকু পেলেন সেটা একজন রাজনীতিবিদের বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো কতটুকু তিনি দিতে পারলেন সেটা। এই মানসিকতাসম্পন্ন রাজনীতিবিদের মৃত্যু নেই।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর আমার পরিবারের দুর্নীতি খুঁজে বের করতে গিয়ে খালেদা জিয়া ও তার পরিবারের দুর্নীতি বেরিয়ে আসে। তাদের চক্রান্ত অনেক দূর পর্যন্ত। তারা খুনি, যুদ্ধাপরাধীদের মদদ দেয়। ‘৯৬ সালে ভোটারবিহীন নির্বাচন করে তারা আবার বড় বড় কথা বলে।’ তিনি বলেন, ‘তারা যেন এই দেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে জনগণকে এ ব্যাপারে সচেতন করতে হবে।’

সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব দেশের মানুষের জন্য কাজ করা। কতটুকু পেলেন সেটা একজন রাজনীতিবিদের বিবেচনার বিষয় নয়, বিবেচনার বিষয় হলো কতটুকু তিনি দিতে পারলেন সেটা। এই মানসিকতাসম্পন্ন রাজনীতিবিদের মৃত্যু নেই।