সকাল ৭:০৫, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







যুব মহিলা লীগের প্রতিটি সদস্যের জন্য ২৪ ঘন্টা আমার ফোন খোলা থাকে : অপু উকিল

লিয়ন মীর : যুব মহিলা লীগের প্রতিটি নেতাকর্মীর জন্য ২৪ ঘন্টা আমার ফোন খোলা থাকে। ‘যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন করতে পারেন। তাছাড়া ১২ মাস আপনাদের জন্য আমার ঘরের দরজা খোলা আছে। প্রয়োজন মনে করলেই আমার কাছে চলে আসবেন। আমি আপনাদের জন্য অপেক্ষা করবো।’

‘চট্টগ্রামের বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বাষিক সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল এসব কথা বলেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। ইচ্ছা করলে যেকোনো মানুষ যেকোনো কাজ করতে পারে। নারীদের এগিয়ে নিয়ে যেতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই বার্তা সব নারীর কাছে পৌছে দিয়ে তাদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে যুব মহিলা লীগের প্রতিটি সদস্যকে কাজ করতে হবে। সেইসাথে দেশ গঠনে সবাইকেই গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কাজ করতে করতে কখনো কারো যদি কাজের প্রতি অনীহা চলে আসে তাহলে নেতাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আবার নতুন করে, নতুন উদ্দ্যোমে শুরু করতে হবে। এছাড়াও যুব মহিলা লীগের যেকোনো প্রয়োজনে আওয়ামী লীগসহ অন্য অঙ্গসংগঠনের কাছ থেকে সাহায্য নেওয়ার পরামর্শ দেন তিনি।এয়াড়া আরো উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।’

ডেইজি সারোয়ার (সহসভাপতি- যুব মহিলা লীগ ও প্যানেল মেয়র ঢাকা উল্টর সিটি), এড. জোবায়দা গুলশান আরা (জিমি), ‘আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিন যুব মহিলা লীগ, এড. কামেলা খানম (রুপা) যুগ্ম আহ্বায়ক- চট্টগ্রাম দক্ষিন জেলা যুব মহিলা লীগ। সভাপতি-রাওকাতুন-নুর চৌধুরীসহ, সহ-আন্তর্জ াতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার (শিল্পী), কার্য নির্বাহী সদস্য কামরুন্নাহার (লিপি), কার্য নির্বাহী সদস্য উছমিন আরা বেলীসহ অসংখ নেতাকর্মী।’