সকাল ৬:৩৫, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







গতিশীল নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী এখন বিশ্ব নেতা, বললেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট : শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রীকে সমীহ করে, তাকে মানে। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশনে নিরাপদ সড়ক দিবসের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন। বিটিভি

কাদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন দেখান, নিজে স্বপ্ন দেখেন এবং তা বাস্তববায়নের জন্য কাজ করেন। তার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ব্রিজ,কার্লভাট, ফ্লাইওভার, এলিভেটর এক্সপ্রেস হচ্ছে। এখন সময় হয়েছে এসবের শৃঙ্গলা আনা। তানা হলে সব উন্নয়ন স্থায়িত্ব পাবে না।