রাত ১১:১৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







জাতির পিতার প্রতিকৃতিতে আ’লীগের নতুন কমিটির শ্রদ্ধা

পানকৌড়ি নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটি।

‘শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।’

‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসময় নবগঠিত কমিটির সভাপতিমণ্ডলী, কার্য নির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।’

‘প্রসঙ্গত, ২১ তম ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ নতুন করে গঠিত হয়েছে। টানা নবম বারের মতো সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।’

‘এরপর দু’দফায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। যাতে ৮১টি পদের মধ্য ৭৪টি পদ ঘোষণা করা হয়েছে। আগামী তিন জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নবগঠিত কমিটি যাত্রা শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’