রাত ১১:৪৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







চট্টগ্রামে দুর্ঘটনায় দুইদুই শিশুর মৃত্যুর পর বাবাও না ফেরার দেশে চলে গেলেন

পানকৌড়ি নিউজ: ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মিন্টু। এর আগে সকালে দুর্ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। নিহত দুই শিশু তারই দুই কন্যা।’

শনিবার (২৮ ডিসেম্বর) ‘সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়’কের ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’

‘বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই কাউছার বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি বেপরোয়া লরির ধাক্কায় প্রাইভেটকারের দুই শিশু নিহত হয়েছে”। বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।”

‘এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “দুর্ঘটনায় আহত তিনজনকে চমেকে ভর্তি করা হয়”।’