রাত ১:২৮, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







অসৎ পথে কেউ উপার্জন করলে কোনও ছাড় নেই: প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: একটা কথা স্পষ্ট বলতে চাই, অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে সে যেই হোক না কেন আমার দলের হলেও ছাড় হবে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার স্থানীয় সময় বিকেলে নিউইর্য়কের হোটেল ম্যারিয়ট মারকুইসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন,

’কার আয়-উপার্জন কত? সে কীভাবে জীবন যাপন করে? সেগুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা সমাজ থেকে এই দুর্নীতি ব্যাধি থেকে আমাদের সমাজকে রক্ষা করতে পারবো। আগামী প্রজন্মকে রক্ষা করতে পারবো।’

তিনি বলেন, ’দুর্নীতির বিরুদ্ধে চলমান যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে, কোথায় ফাঁকফোকর কোথায় ঘাটতিটা।প্রধানমন্ত্রী বলেন, সমাজের এই যে বৈষম্য এটা দূর করার জন্য এরইমধ্যে আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পদক্ষেপ নিয়েছি। মাদকের বিরুদ্ধে অভিযান সেটাও অব্যহত থাকবে। এই মাদক একটা পরিবার ধ্বংস করে, একটা দেশ ধ্বংস করে।’

’এর সঙ্গে কারা আছে সেটাও আমরা খুঁজে বের করবো।তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক দূর করে বাংলাদেশের মানুষকে আমরা উন্নত জীবন দিতে চাই। আমাদের দেশে শুধু না আন্তর্জাতিক পর্যায়েও জঙ্গীবাদ, সন্ত্রাস এটা একটা সমস্যা। আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে।’