বিকাল ৪:২৪, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্পেন আ’লীগের প্রস্তুতি সভা

পানকৌড়ি নিউজ: ‘স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৫) অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এ সফর ঘিরে স্পেনসহ ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’

‘মাদ্রিদে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।স্পেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন স্পেন তৃণমূল আওয়ামী লীগের সভাপতি মো. বোরহানউদ্দিন।’

‘স্পেনের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অহংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে কেবল স্পেনের আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, স্পেনে বসবাসকৃত সকল প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

‘সভায় সিদ্ধান্ত হয়, আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন।বক্তারা এ সময় আরো বলেন, ‘স্পেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আয়োজিত সভায় যারা অতিথি হিসেবে উপস্থিত থাকেন, তার হাতে আওয়ামী লীগ নিরাপদ থাকতে পারে না। তাই সেসব নামধারী নেতাদের থেকে সতর্ক থাকতে হবে।’