দুপুর ২:৩১, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







নারীদের আত্মকর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

পানকৌড়ি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য পুরুষের পাশাপাশি ব্যাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেছেন।

শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের চেক বিতরণ করার সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সদর উপজেলা নিবার্হী অফিসার মুসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হিরা। পরে ৫০ জন মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।