দুপুর ১:২০, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







কৃষক সারের পিছনে ছুটছে না, সার কৃষকদের পিছনে ছুটছে : অসীম কুমার উকিল

 লিয়ন মীর : ‘আওয়ামী লীগ সরকারের আমলে কৃষক সারের পিছনে ছুটছে না, সার কৃষকদের পিছনে ছুটছে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।’

‘আজ সকাল ১১টায় (শুক্রবার ২৯ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও রাসায়ানিক সার বিতরণ করার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য বিনামূল্যে সার ও বীজ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।’

‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সার চাইলে কৃষককে গুলি খেয়ে মরতে হতো। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারের জন্য কৃষকদের আর গুলি খেয়ে মরতে হচ্ছে না। এখন আর সারের পিছনে কৃষক ছোটে না, সার কৃষকের পিছনে ছোটে। ‘কৃষকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই বাংলাদেশের মেরুদন্ড।’

আপনারা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। ‘এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান, রুহুল আমিন কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কেন্দুয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ সার বিতরন করার সময় তিনি একথা বলেন,