দুপুর ১:২৮, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







কফি পান শেষে খাওয়া যাবে কফির কাপও

অনলাইন ডেস্ক: ক্লান্তি দূর করতে কিংবা নিজেকে চাঙ্গা করে তুলতে আমরা কফি পান করি। তাই বলে কফির সাথে কাপ খেয়ে ফেলেনা কেউ। তবে সত্যি সত্যি যদি কফি পানের পর কফির ভ্যানিলা স্বাদের কাপটিও খাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়’

এই অভিজ্ঞতা নিতে পারেন আপনিও। এজন্য আপনাকে এয়ার নিউজিল্যান্ডের বিমানে চড়তে হবে। সেখানে যে কফি দেওয়া হবে, কফি খেয়ে খাওয়া যাবে সেই কাপও।

‘নতুন এই কাপের স্বাদ হবে ভ্যানিলার। এটি এমনভাবে তৈরি করা হয়েছে কাপে গরম কফি রাখা সত্ত্বেও কাপ গলে যায় না।’

‘পারিবারিক একটি ব্যবসায়ী সংস্থা টোয়াইসের সঙ্গে নিউজিল্যান্ড এয়ারলাইন্সের চুক্তি হয়েছে। এর আগেও সেদেশের এই জাতীয় বিমান সংস্থা পরিবেশবান্ধব কাপের ব্যবস্থা করেছিল। লক্ষ্য বিমানে বর্জ্যের পরিমাণ কমানো।’

‘বিমান সংস্থার ক্রেতা অভিজ্ঞতা সংক্রান্ত ম্যানেজার নিক্কি চেভ ‘সিএনএন’-কে বলেন, প্রতি বছর বিমানে ৮০ লাখ কাপ কফি পান করেন যাত্রীরা। নতুন এই কাপের প্রচলন হওয়ার পর যাত্রীদের পক্ষ থেকে বেশ সদর্থক প্রতিক্রিয়া পাওয়া গেছে।’