ভোর ৫:৩৪, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







নির্বাচন নিয়ে আমরা সিরিয়াস: আতিকুল ইসলাম

পানকৌড়ি নিউজ: নির্বাচনে সবাই অংশ নিচ্ছে, তাই নির্বাচন নিয়ে সিরিয়াস থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইটিআই ভবনে উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন আতিক। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।’

আতিক বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। তারা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে। আমাদের বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। আশা করি ইভিএমে সুষ্ঠু ভোট হবে। তারা (বিএনপি) বলছে প্রহসনমূলক ভোট, কিন্তু সেটি সত্য নয়। ভোট হবে সুষ্ঠু। ইভিএম নিয়ে একজন বললে হবে না, সবার আসতে হবে।’

আতিকুল বলেন, ‘আমি এবং আমার দল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করি। মাঝপথে ভোট থেকে যেন কোনো প্রার্থী সরে না যায় সেটিই আমরা আশা করি। ভোট ইভিএমে আমাদের যেতে হবে, পার্শ্ববর্তী দেশে ইতিমধ্যে ইভিএমে চলে গেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতি ও জঙ্গিবাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যেনো কোনো কাউন্সিলর দুর্নীতি বা ক্যাসিনোর সঙ্গে যুক্ত না হয়, সেদিকে নজর থাকবে। আমরা এই নির্বাচন নিয়ে সিরিয়াস। যেকোনো নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দল অংশ নিচ্ছে তাই এটি সুন্দর নির্বাচন হবে বলে আমরা আশা করি।’