বিকাল ৩:৪২, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই নতুন বছরের চ্যালেঞ্জ: কাদের

অনলাইন ডেস্ক: ‘গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করাই নতুন বছরের চ্যালেঞ্জ বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পুরো বছর যে সাফল্যে ভরা ছিল তা নয়। কিছুটা ভুলভ্রান্তি ও ব্যর্থতা আছে। এই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাবো। আগামী বছর গণতন্ত্র এবং সুসাশনের অগ্রগতি হবে।’

‘২০১৯ সাল কেমন গেলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বছরজুড়ে আমাদের দলের সবগুলো সহযোগী সংগঠনের সভা-সম্মেলন করেছি। ২৯টি জেলার সম্মেলন করেছি। এখন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছি। সবমিলিয়ে আমার অসুস্থজনিত সময় বাদ দিয়ে বাকি সময়টা ভালোই কেটেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে আজ ২০তম স্প্যান বসেছে। এখন থেকে প্রতি মাসে তিনটি করে স্প্যান বসবে। মেট্রোরেলের অগ্রগতি দেখতে আগামীকাল বুধবার উত্তরায় যাবো। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। মেগা প্রকল্পগুলো এগিয়ে যাবে।’