দুপুর ২:৪৩, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







ভোটের লড়াই দিয়েই যাত্রা শুরু করছে নতুন বছর

লিয়ন মীর: ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার মাধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে বিরাট ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করলে নতুন সরকারের হাত ধরে যাত্রা শুরু করে ২০১৯। আর এবার ঢাকা সিটি করপোরেশন ভোটের লড়াইয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ২০২০ সাল । মোটকথা ভোটের উত্তাপ দিয়েই যাত্রা হচ্ছে নতুন বছর।’

‘আসছে ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের ভোট অনুষ্ঠিত হবে। দুই মেয়রের পাশাপাশি কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট হচ্ছে। মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকা এবং রাজপথের বিরোধী দল বিএনপি ধানের শীষ নিয়ে ভোটে লড়বে। সেইসাথে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও দলীয় প্রতিকে ভোটে নামছে। পাশাপাশি অন্য  প্রায়  সব দলই এই  ভোট যুদ্ধে অংশ নিতে যাচ্ছে।’

‘বড় দলগুলো প্রতীক নিয়ে ভোটে নামলেও ছোট দলগুলো এককভাবে না নেমে কেউ কেউ জোটগতভাবে ভোটের লড়াইয়ে অংশ নেবে। কাউন্সিলর পদে প্রতীক না থাকলেও সবাই দল সমর্থিত প্রার্থী ঘোষণা করছে। কার্যত, লড়াই হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের মধ্যে।’

‘আটঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নামবে। তবে এর আগেই শুরু হয়েছে ঘরোয়া বৈঠক। নিজ নিজ দলের নেতা-কর্মীরা মতবিনিময়ও শুরু করেছেন।’

‘প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজও শুরু হয়েছে। প্রধান দুই দলের শীর্ষ নেতারাও এ ভোট পর্যবেক্ষণ করছেন। জানুয়ারির মাঝামাঝি সময়েই ভোটের মাঠ জমে উঠবে।’