রাত ১১:৫৫, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আগামী বছর থেকে পূর্বাচলে হবে বাণিজ্য মেলা: প্রধানমন্ত্রী (ভিডিও)

পানকৌড়ি নিউজ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১ জানুয়ারি) সকালে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শেষে বক্তব্যে এ কথা জানান ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলে মানুষের ভাগ্যবদলই উন্নয়নের মূল লক্ষ্য, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। সারাবিশ্বে প্রবৃদ্ধি অর্জন কমে গেলেও বাংলাদেশে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন অব্যাহত আছে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি বাড়াতে হবে। সে কারণে যোগাযোগ বৃদ্ধি করতে কাজ করছে সরকার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা যখন দ্বিতীয়বার সরকার গঠন করলাম তখন সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা ছিল। কিন্তু বাংলাদেশে আজ সেই মন্দা কাটিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের রফতানিও ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা ৮.১৫ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করে যাচ্ছি। আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ২০.৫ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।’

‘এবারের মেলায় গতবারের তুলনায় ১৪৭টি স্টল কমিয়ে ৪৮৩টি নির্ধারণ করা হয়েছে। এ বছর ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, খাদ্যপণ্য, গৃহস্থালী পণ্য, পোশাক, প্রসাধনী, চামড়াজাত পণ্য, পাটপণ্য নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এবার বিশ্বের ২৩টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় পণ্যের গুণগত মান রক্ষাসহ খাবারের দাম নিয়ন্ত্রণে মনিটরিং করা হবে বলেও জানানো হয়েছে।’