বিকাল ৪:২৭, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বাড়ায় মামলার হার বৃদ্ধি পেয়েছে: আইনমন্ত্রী

পানকৌড়ি নিউজ: ‘বিচার বিভাগের ওপর মানুষের আস্থা বেড়ে যাওয়ায় আদালতগুলোয় মামলার হার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।’

‘আইনমন্ত্রী বলেন, আমরা একটা সিস্টেম চালু করেছি, যেটা হচ্ছে ‘জাস্টিস অডিট’। প্রত্যেক তিন বছরে আমরা একটা হিসাব নেই। শুধু যে মামলা সেটা না। কী প্রকারে মামলা, কোন বিষয়ে বেশি মামলা হচ্ছে, সেসব বিষয়ে একটা ধারণা নিয়ে থাকি।’

‘আনিসুল হক বলেন, বর্তমানে দেশে ৩৬ লাখ ৬০ হাজার মামলার যে কথা বলা হচ্ছে সেটার সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য আছে। এটা যাই হোক, এটা মামলার জট। আমরা মামলা কমানোর যে পরিকল্পনা নিয়েছি, তা অবাস্তব না।’

‘আনিসুল হক আরও বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়টি এখনও জনগণের কাছে তেমন পরিচিত নয়। সেক্ষেত্রে যেসব ফৌজদারি মামলা আপসযোগ্য, সেই বিষয়গুলো আদালত যেন বলে দেন কোর্টের বাইরে মীমাংসা করতে।’ এজন্য বিজ্ঞ বিচারকদের এমন উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।’