রাত ১১:৩৬, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







ব্যক্তি আতিক বড় কথা না, আমি আ.লীগের প্রার্থী

পানকৌড়ি নিউজ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বলেছেন, আমি ব্যক্তি আতিক বড় কথা না, আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নৌকার প্রার্থী। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আপনাদের সকলের সমর্থন চাই।

আতিকুল ইসলাম বলেন,’আমি বিজয়ী হলে সকলকে নিয়ে একটি সুন্দর ঢাকা উপহার দেব। ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিবো। সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচন পরিচালনা কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা আমাকে নির্দেশনা দিন, আপনাদের নির্দেশনা মোতাবেক কাজ করব। আপনারা যেভাবে বলবেন সেভাবেই কাজ করব।’

‘সভায় আওয়ামী লীগ নেতারা কাউন্সিলর বিদ্রোহী প্রার্থীদের ৯ জানুয়ারির মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। এবং দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার কথা বলেন।’

তারা বলেন, ‘কাউন্সিলর বিদ্রোহী প্রার্থী যারা আছেন তাদের দলের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হবে। যারা নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন না তারা নেত্রীর হাতকে শক্তিশালী করছেন না। এরকম লোক আমাদের দরকার নেই।

তারা আরও বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইবেন, বিরোধী দলের মনোনীত প্রার্থীদের দুর্নীতি অনিয়ম ভোটারদের কাছে তুলে ধরবেন আপনারা। দলের সমর্থন ছাড়া কোন কাউন্সিলর প্রার্থী থাকবেন না।’