রাত ১১:২৩, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বিএনপি কাছে ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে সব ভুল: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পানকৌড়ি নিউজ: ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাছে ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে সব ভুল। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ও লুটপাট করা।

শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ‘ত্রাণ সমন্বয়ের’ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। এ সংখ্যা আরও বাড়বে। এটা ৯১-৯২ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। তবে, বিএনপির সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়।’

ওবায়দুল কাদের বলেন,’ হত্যা, খুনের রাজনীতি করা তাদের পুরনো দিনের অভ্যাস। ‘এ ধরনের দল গণতন্ত্রে বিশ্বাস করে; এটা কখনো কেউ বিশ্বাস করবে না।তারা ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোন কিছুই না। তারা তাদের হিসেব মতই চলে।’

‘তারা গণতন্ত্রের ভাষা বোঝে না। তারা আইন মানে না, আদালত মানে না, পার্লামেন্ট মানে না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়া। আর ক্ষমতায় গিয়ে লুটপাট করা, আবারো হাওয়া ভবন তৈরি করা।’