দুপুর ১:৫৮, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







জনগণের সপ্নে পরিণত হচ্ছে তাপস

পানকৌড়ি নিউজ: ‘শেখ ফজলে নুর তাপস আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। রাজধানীর এই সিটির নৌকার হাল কি এবার নতুন হাতে যাচ্ছে?’

‘বুধবার তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। নেতাকর্মীদের ভাষ্য, দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন তাপস। তার দলীয় মনোনয়ন পাওয়া সময়ের ব্যাপার মাত্র।’

‘দলের সংসদীয় বোর্ডের সভা বসবে কাল ২৮ ডিসেম্বর। সেদিনই জানা যাবে কে হচ্ছেন দক্ষিণের মেয়র প্রার্থী। দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে দলের অনেক নেতাকর্মী তাপসকে মেয়র পদে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টারসহ নানা মাধ্যমে প্রচার চালাচ্ছেন। ফলে তাপসকে নিয়ে আলোচনা ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যেও।’

‘কদিন আগে আওয়ামী লীগের উচ্চমহলে আলাপে জানা গিয়েছিল, বিশেষ করে পুরান ঢাকায় গ্রহণযোগ্যতা পাবেন এমন যোগ্য প্রার্থী পাওয়া না গেলে হয়তো সাঈদ খোকনকেই আবার বেছে নেবে দল। এখন তাপস মাঠে নামায় খোকনের মনোনয়ন চ্যালেঞ্জের মুখে পড়ল বলে আশঙ্কা করছেন তার অনুসারীরা।’

‘কিন্তু গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাঈদ খোকন জানান, তিনি কঠিন সময় পার করছেন। এ সময় অঝর কাঁদেন পুরান ঢাকার সন্তান সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে বর্তমান মেয়র খোকন।’

‘নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর দুই সিটি নির্বাচনের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি’