সকাল ৬:৪২, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







খুলনা টাইগার্স বনাম ঢাকা প্লাটুন

পানকৌড়ি নিউজ: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে খুলনাকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।

‘শুক্রবার দিবাগত রাত থেকেই (৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি হচ্ছিলো। দুপুর নাগাদ বৃষ্টি থামলেও তাই ম্যাচ শুরু হতেও কিছুটা বিলম্ব হয়। যদিও তাতে ওভার কমেনি।’

‘ই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় উদ্বোধনী জুটিতে এনে দেন ৪৫ রান। ২৫ রান করা তামিমের বিদায়ের একটু পর সাজঘরে ফেরেন বিজয়ও। এর আগে ১৫ রান করেন তিনি।’