দুপুর ১:২৬, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







আ. লীগই কেবল স্মার্ট রাজনীতি দেখাতে পেরেছে: প্রধানমন্ত্রী

উন্নয়ন ও আওয়ামী লীগের ইতিবাচক রাজনীতির কথা তুলে ধরেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা স্মার্ট রাজনীতির কথা বলে বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, তারা দেশকে পিছিয়ে দিয়েছে। কিন্তু রাজনীতিতে স্মার্টনেস দেখাতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ।’

‘অনেক অপবাদ সয়ে দেশের উন্নয়ন আওয়ামী লীগই করেছে। খরা-দুর্ভিক্ষের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছে।’

‘শুক্রবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার বক্তব্যের পরপরই বৈঠক আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মুলতবি করা হয়, যা গণভবনে অনুষ্ঠিত হবে।’

‘আওয়ামী লীগের নতুন কমিটির প্রথম সভায় আবারও তৃণমূল নেতাকর্মীদের প্রশংসা করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘দলের তৃণমূল নেতারা সঠিক সিদ্ধান্ত নেন।’

‘জীবন বাজি রেখে দলকে ধরে রেখেছেন তারা। তাদের অবদানেই এখন দল সবচেয়ে শক্তিশালী। টানা তিনবার সরকার গঠন করতে পেরেছি। অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি।’ উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে দলের ঐক্য ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।’

বহু চড়াই-উৎরাই পার হয়ে, ‘অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বলে সভায় মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘অনেক অপপ্রচারের পরও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি; বরং মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এই দল।’