সকাল ৬:৫৩, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







অজগরকে গিলে খেল বিষধর সাপ কিং কোবরা

পানকৌড়ি নিউজ: ‘আস্ত অজগরকে সাপকে গিলে খেল কিং কোবরা, এমনি এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে । দেখা গেছে কোবরা শুধু ফণা তুলে বিষই ঢালে না সজাতীয় প্রাণীকে গিলেও খায়।’

গা শিউরে ওঠা সেই ভিডিতে দেখা গেল, ‘প্রথমে একটি অজগরের মুখোমুখি হয় প্রায় ১২ ফুট লম্বা একটি কিং কোবরা। এর পর শুরু হয় তাদের হার না মানা লড়াই। এরপর কোবরাটি আস্ত সেই অজগরকে গিলে খায়। শুধু অজগরটির লেজের অংশ বেরিয়ে রয়েছে কোবরার মুখের বাইরে। দুই সাপের এমন ভয়ঙ্কর কাণ্ড নেটিজেনরা বেশ উপভোগই করেছেন।’

ডেইলি মেইল জানিয়েছে, ”ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মিনদানাও দ্বীপে। আস্ত অজগরকে কোবরার গিলে খাওয়ার এই দৃশ্য রীতিমতো অবাক করেছে স্থানীয়রা”।’

এ বিষয়ে গ্রামের এক বাসিন্দা ডেইলি মেইলকে বলেন, আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে। বিশেষকরে কোবরা আর অজগর তো অনেক রয়েছে। ”কোবরার কামড়ে এখানে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে। অজগর স্থানীয়দের পোষা মুরগি, ভেড়া গিলে খেয়েছে অনেক। কিন্তু এই প্রথম দেখা গেল কোনো কোবরা আস্ত একটা অজগরকে গিলে খেলো।”

জানা গেছে, ‘অজগর খেকো ওই বিষধর কোবরাকে গ্রামবাসীরা পিটিয়ে মেরেও ফেলেছে। মারার পর সেই কোবরার পেট থেকে মৃত আস্ত অজগরের দেখা মেলে।’