দুপুর ২:৪০, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







ছাত্রলীগকে আদর্শ নিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগ সব আন্দোলনে ভূমিকা রেখেছে। ছাত্রলীগকে নীতি-আদর্শে গড়ে তুলতে হবে। এই সংগঠনের মধ্য দিয়ে আগামী দিনের নেতৃত্ব বেরিয়ে আসবে।’

শনিবার (৪ জানুয়ারি) ‘বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভোটের অধিকার নিশ্চিত করে ক্ষমতায় এসেছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের ছাত্রলীগের বিরাট অবদান রয়েছে। আমি ছাত্রলীগের হাতে কলম তুলে দিয়েছিলাম, আর খালেদা জিয়া অস্ত্র তুলে দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমি এটাই চাই, আগামী দিনে ছাত্রলীগ যেন নীতি-আদর্শ নিয়ে চলে। জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই লক্ষ্য পূরণ করবো।’