দুপুর ২:৪৫, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







আন্দোলনে পরাজিত বিএনপি কিভাবে সিটি নির্বাচনে জয়ী হবে: কাদের

পানকৌড়ি নিউজ: ‘রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর রমনায় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল উত্তর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতাদের কথায় পরাজয়ের সুর শোনা যাচ্ছে। নির্বাচনটা আগে হোক।’

‘জাতিই দেখবে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি নির্বাচন কেমন নির্বাচন করি। বিএনপির স্বভাবই আগাম মন্তব্য করা। আসলে তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছে। তাদের কথাবার্তায় পরাজয়ের সুর। এদেশে যারা আন্দোলনে পরাজিত তারা কখনই নির্বাচনে জয় লাভ করে না। তাই তাদের কথা মালার চাতুরী। নির্বাচনের আগেই বিষোদগার।’

‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব কোন তন্ত্রে আছেন। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া এরা কোন পরিবারের নেতা জানতে চাই।’

‘বিএনপির নেতৃত্বই তো একটা পরিবার থেকে এসেছে। বেগম জিয়ার ও তার সন্তানই তো হর্তা-কর্তারা, বিধাতা, এখানে মির্জা ফখরুল ইসলাম তাদের ইয়েসম্যান হিসেবে কাজ করছেন।’

‘সম্মেলনের পর গত সাড়ে ৪ বছরে ওয়ার্কিং কমিটির মিটিং করতে পারেনি। একবার এক হোটেলে জাম্বুজেড মার্কা কমিটির মিটিং আহ্বান করে, সেই মিটিংও একটা ফ্লপ। সেখান থেকে কর্মীরা কিছু পায়নি। কোনো কর্মসূচি দিতে পারেনি।’