সকাল ৬:১৬, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







বিএনপি বন্দুকের নলের ওপর ভর করে ক্ষমতায় এসেছে: প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি বন্দুকের নলের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, প্রশাসনিক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে কিন্তু তাদের কল্যাণে কাজ করেনি।’

তিন বলেন, ‘বর্তমান সরকার এসব প্রতিষ্ঠান গুলোকে যুগোপযোগী করে গড়ে তোলা, ও তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

পুলিশ প্রশাসনের উদ্দ্যেশে তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন সঠিক ভাবে দায়িত্ব পালন করার কারণেই, দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’