দুপুর ১২:৪৯, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: আওয়ামী লীগ সরকার গঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ’আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে জয়লাভ করে গত ৭ জানুয়ারি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। আগামীকাল তৃতীয় মেয়াদের সরকারের এক বছর পূর্ণ হচ্ছে, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে।