রাত ১২:২১, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







সাবেক সংসদ সদস্য ফজিলাতুনন্নেসা বাপ্পি সোয়াইন ফ্লুতে মারা যাননি

পানকৌড়ি নিউজ: সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভেকেট ফজিলাতুনন্নেসা বাপ্পি সোয়াইন ফ্লুতে মারা যাননি বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশে সোয়াইন ফ্লুর কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।

‘রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। ‘সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও আইইডি’সিআরর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এস এম আলমগীর হোসেন’।

ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘কিছু গণমাধ্যমে সোয়াইন ফ্লুতে ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যু হয়েছে এমন তথ্য প্রকাশ করেছে’। ‘যা সত্য নয়’। তার শরীরে ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া গেছে। ‘মূলত বাংলাদেশের ঋতুকালীন সাধারণ ফ্লু। এর সঙ্গে সোয়াইন ফ্লুর কোনো সম্পর্ক নেই’।