সকাল ৬:৩৯, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে ৯ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে প্রায় ৯ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী এ অনুদান প্রদান করেন।

‘অনুদান গ্রহণকারীদের মধ্যে ১৯৭১ গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, চলচ্চিত্র পরিচালক, বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতনের শিকার পরিবার, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ রয়েছেন।’

‘প্রধানমন্ত্রী মোট ৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার চেক তাদের হাতে তুলে দেন। প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধি ও ব্যক্তিরা নিজে কিংবা প্রতিনিধি পাঠিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে চেক গ্রহণ করেন।’