সকাল ৬:৪৯, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







এপ্রিল থেকে ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে: প্রধানমন্ত্রী

পানকৌড়ি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, দ্রুত শিল্পায়ন ও বিনিয়োগের স্বার্থে ব্যাংকগুলো আগামী এপ্রিল থেকে সিঙ্গেল ডি’জিট সুদের হার বাস্তবায়ন করবে।

’বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)’র একটি প্রতিনি’ধিদল আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাস’ভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ ’আশা’ প্রকাশ করেন।’

’প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর হাতে বঙ্গ’বন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপ’লক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টে ২২৫ কোটি টাকা অনুদা’নের চেক হস্তান্তর করেন।’

’এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ইতো’মধ্যে যা বলেছেন তা আমি পুনরায় বল’তে চাই না। আশা করি সিঙ্গেল ডি’জিট সুদের হার বাস্তবায়ন করা হবে। তা না হলে দেশে প্রত্যাশিত বিনি’য়োগ হবে না এবং বিনিয়োগের ধারাও সংকটাপন্ন হবে।’

তিনি আরো বলেন, ’আপ’নারা এর আগে যেসব দাবি করেছেন আমি তা পূরণ ক’রেছি। কিন্তু আপনার আপনাদের কথা রা’খেননি। আশা করি এবার অঙ্গী’কারের ব্যতয় ঘটবে না। আ’পনারা তা বাস্তবায়ন করবেন।’