ভোর ৫:৫০, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ







ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পানকৌড়ি নিউজ: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র’মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

’সোমবার রাজধানীর রাজা’রবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠা’নে সাংবাদিকদের সঙ্গে আলা’পকালে তিনি এ কথা জানান’।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ’আইন প্রয়ো’গকারী সংস্থা ঘটনার তদন্ত করছে। খুব দ্রুতই জড়ি’দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, ’রোববার বি’কেল সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্য’ক্তিরা তাকে পার্শ্ব’বর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবি’ষ্কার করেন।’