সকাল ৭:০২, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শিরোনাম:







আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়: কাদের

পানকৌড়ি নিউজ: ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে বিভ্রান্তি না ছড়া’তে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পা’দক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, ’হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়বে না। তবে বিএনপির নিশ্চিত পরাজয়ের মুখে ইভিএম এর বিরুদ্ধে আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’

’আজ সোমবার সাভার উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আও’য়ামী লীগের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শি’শুবস্ত্র বিতরণ অ’নুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।’

’আওয়ামী লীগ ঢাকার দুই সি’টির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চাই’।’

‘আসন্ন সিটি করপো’রেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থ’না করে তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে’র উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগ’ণের সমর্থন চাই।’

তিনি বলেন, ‘সর’কার ইতিমধ্যে ৪০ লাখ কম্বল ও ২ কোটি নগদ অর্থ, শিশু’দের জন্য শী’তবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেছে। শিশু ও বয়স্ক’সহ কোনো মানুষ যাতে শীতে কষ্ট না পায়, সে জন্য এ প্রক্রিয়া অব্যা’হত থাকবে।’